পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনে আরো কর সুবিধা দেয়া হবে : এনবিআর চেয়ারম্যান

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৯:১১:৪২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘পুঁজিবাজারকে এভাবে চলতে দেয়া যায় না। এর অবশ্যই উন্নতি হতে হবে। পুঁজিবাজারের উন্নতির জন্য প্রয়োজনে আরো কর সুবিধা দেয়া হবে।’

গতকাল সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে রেগুলেটর ও স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভা শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে আমরা যে ট্যাক্স সুবিধা দিয়েছি, তা যথেষ্ট ভালো। কেউ ১০ টাকার শেয়ার ২০ টাকা দরে কিনে ৩০ টাকায় বিক্রি করলেন। সেই হিসেবে যদি ১ হাজার শেয়ার বিক্রি হয় ৩০ হাজার টাকায়; তাতে যে গেইন হলো, তার উপর তো এনবিআর ট্যাক্স নেয় না। আমরা অনেক কিছু সুবিধা দিয়ে যাচ্ছি। যদি প্রয়োজন হয় তবে এর চেয়েও বেশি ট্যাক্স সুবিধা দেবো।’

বিদেশি কোম্পানি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিদেশি কোম্পানি চলে যাবে- অনেকেই এমন মন্তব্য করছেন। কিন্তু তাদের কোনোভাবেই চলে যেতে দেয়া যাবে না। প্রয়োজনে মধ্যস্থতা করে তাদের রাখতে হবে। তবে তাদের ক্ষতি হয়, এমন কিছু করবো না।’
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged