পুঁজিবাজারে পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯ ৮:০২:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে থেমে থেমে পতন হচ্ছে। এ পতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন আমাদের পুঁজি হারিয়ে যাচ্ছে। বাজারেরর বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দিশেহারা। নানা উদ্যোগ নিলেও বাজার তা আলোর মুখ দেখছে না। তাই বাজার স্থিতিশীলতায় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান তারা।
তারা বলেন, বাজারকে মাঝেমধ্যে কৃত্রিমভাবে উঠানো হয়। আমরা এমন বাজার চাই না। আমরা চাই স্থিতিশীল পুঁজিবাজার। যেখানে বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা হবে।
মানববন্ধনে ২০১০ সালের পুঁজিবাজার ধসে ইব্রাহীম খালেদের তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের শাস্তির ব্যবস্থা করা, জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন বিনিয়োগকারীরা।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, আমরা কৃত্রিম বাজার চাই না। আমরা আমাদের পুঁজি হারিয়ে নিঃস্ব। আমরা চাই স্থিতিশীল পুঁজিবাজার। যতদিন বাজার স্থিতিশীল না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।
জানা গেছে, বাজারে তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগসহ মন্দা বাজার পরিস্থিতি থেকে উত্তোরণের লক্ষ্যে স্টেক হোল্ডারদের তৎপরতার পরও পতন ঠেকানো যাচ্ছে না। বাজারে দরপতন অব্যাহত রয়েছে। ডিএসইর সূচক অনেক আগেই ৫ হাজার পয়েন্টের নিচে এবং লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। তালিকাভুক্ত অর্ধশত কোম্পানির দর ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। এ অবস্থায় দিশেহারা বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিনিয়োগ করবে এই খবরে গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের উত্থান হয়। কিন্তু তা টেকেনি, ফের পতন শুরু হয়েছে। আর এ পতন ঠেকাতে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে সাধারণ বিনিয়োগকারীরা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৫৭ বার পড়া হয়েছে ।