প্যানেল অডিট ফার্মের অংশীদারদের নাম প্রকাশ করবে বিএসইসি

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯ ৭:৪৯:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান প্যানেল অডিট ফার্মের অংশীদার চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের নাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭০১তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যানেল অডিটরসের তালিকায় ফার্মওয়ারি অংশীদারগণ ব্যতিত কোন চর্চারত (প্রাকটিসিং) চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিরীক্ষক হিসাবে কোনো তালিকাভুক্ত ও প্রাথমিক গণপ্রস্তাবে আবেদনকারী কোম্পানির নিরীক্ষা কাজ করতে পারবেন না। অর্থাৎ কোনো অংশীদার পরিবর্তন হলে বা নতুন অংশীদার নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। তবে কমিশনে অংশীদারের তালিকা সংশোধন ও অনুমোদন সাপেক্ষে ওই অডিটর নিরীক্ষা করতে পারবেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪১৫ বার পড়া হয়েছে ।
Tagged