editorial

পুঁজিবাজার উন্নয়নে ‘বিনিয়োগ শিক্ষা’ প্রদানের ওপর এডিবি’র গুরুত্বারোপ

সময়: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১২:০৬:৪৪ পূর্বাহ্ণ


বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগকারীদের ‘বিনিয়োগ শিক্ষা’ প্রদানের ওপর গুরুত্বারোপ করেছে আন্তর্জাতিক দাতাসংস্থা ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’ (এডিবি)। একই সঙ্গে দেশের ব্যাংক খাতে আরও সংস্কার হওয়া দরকার বলে মনে করে সংস্থাটি। সম্প্রতি এডিবি’র একটি প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে দেশের ব্যাংক ও পুঁজিবাজার নিয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এমন মন্তব্য করেন বলে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বাংলাদেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর বলেছেন, ‘বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তবে আরও সংস্কার দরকার। আর যে কোনো পুঁজিবাজারেই বিনিয়োগে ঝুঁকি থাকে। এ জন্য বিনিয়োগ শিক্ষা দরকার। এডিবি বাংলাদেশকে এ বিষয়ে সহায়তা করছে।’

প্রসঙ্গত: কিছুদিন আগে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে শিক্ষা বা কৌশল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত চারদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনেও পুঁজিবাজারে জ্ঞাননির্ভর বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ওই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি জ্ঞাননির্ভর বিনিয়োগকারী গোষ্ঠী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিনিয়োগকারীরাই শেয়ারবাজারের মূল চালিকাশক্তি। তাদের সচেতনতাই শক্তিশালী শেয়ারবাজার গঠনের অন্যতম শর্ত। শেয়ারবাজারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও সাধারণ মানুষকে বিনিয়োগে অংশীদার করা সম্ভব। যত বেশি মানুষ শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত হবে, শিল্পায়ন তত বেশি ত্বরান্বিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের শেয়ারবাজার এখনো শ্রেণি বিনিয়োগকারীর ওপর নির্ভরশীল। তাই একটি জ্ঞাননির্ভর বিনিয়োগকারী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা অব্যাহত রয়েছে। জেনেবুঝে বিনিয়োগ করলে একদিকে ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ে, অন্যদিকে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত হয়। বিনিয়োগকারীরা সুরক্ষিত হলে একটি বিকশিত শেয়ারবাজার গড়ে উঠবে। যে শেয়ারবাজার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিনিয়োগের অন্যতম উৎস হিসাবে আবির্ভূত হবে।’

Share
নিউজটি ৩৫০ বার পড়া হয়েছে ।
Tagged