প্রকৌশল খাতের ৬৭ শতাংশ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১২:৪৩:৫০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রায় ৬৭ শতাংশ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। গত জানুয়ারি মাসে এ বিনিয়োগ বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই’তে প্রকৌশল খাতের ৩৯ টি কোম্পানি তালিকাভুক্ত। গতকাল পর্যন্ত আলোচ্য খাতের ৩৮ টি কোম্পানির জানুয়ারি মাসের তথ্য হালনাগাদ করেছে ডিএসই। এর মধ্যে ২৬ টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, ৩টি কোম্পানিতে বিনিয়োগ অপরিবর্তিত ছিল এবং অবশিষ্ট ৯টিতে তাদের বিনিয়োগ কিছুটা কমেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত মাসে সবচেয়ে বেশি বিনিয়োগ বাড়িয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ে। আলোচ্য সময়ে কোম্পানির ২ দশমিক ৪৯ শতাংশ বা ৩ লাখ ৬১ হাজার ৫৪৮ টি শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। জানুয়ারি শেষে তাদের কাছে কোম্পানির ২২ দশমিক ১৫ শতাংশ বা ৩২ লাখ ১৬ হাজার ১৮০ টি শেয়ার আছে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২০ হাজার।
আলোচ্য মাসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ২ দশমিক ২৪ শতাংশ বা প্রায় ৩৪ লাখ ৬৮ হাজার ৫৩৫ টি শেয়ারে বিনিয়োগ করেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাদের নিকট কোম্পানির মোট ৩৬ দশমিক ৭২ শতাংশ বা প্রায় ৫ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৮৫৬ টি শেয়ার আছে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৫১ লাখ ৭১ হাজার ১৭৪ টি শেয়ার আছে।
এছাড়া যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হচ্ছে- আফতাব অটোমোবাইলস, অ্যাপোলো ইস্পাত, আজিজ পাইপ, বিবিএস ক্যাবলস, বিডি ল্যাম্পস, বিডি থাই, বেঙ্গল উইন্ডসর, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, নাহি অ্যালোমিনিয়াম, নাভানা সিএনজি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক এক্সেসরিজ, ওয়াইমেক্স, কাসেম ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম, রানার অটোমোবাইলস, এস আলম কোল্ড রোল্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার লিমিটেড।
সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বেশ কিছু দিন ধরেই লেনদেনের শীর্ষ স্থানে থাকছে প্রকৌশল খাত। আলোচ্য খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের কারণেই এমনটি হচ্ছে। বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ যত বাড়বে বাজার ততই গতিশীল হবে।
তারা আরও বলছেন, বাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোকে যে নির্দেশনা দিয়েছে তাতে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরো বাড়বে। ফলে বাজার দিন দিন গতিশীল হবে বলে আশা করছি।
এদিকে, জানুয়ারি মাসে যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে সেগুলো হচ্ছে- বিডি অটোকারস, বিএসআরএম স্টীল, দেশবন্ধু পলিমার, জিপিএইচ ইস্পাত, মুন্নু স্টাফলার্স, ন্যাশনাল পলিমার, রংপুর ফাউন্ড্রী, সিঙ্গার বিডি, এসএস স্টীল লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged