প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৩ ব্যাংকে

সময়: রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১১:২২:৩৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তেরটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিছুটা কমেছে। গত জানুয়ারি মাসে এ বিনিয়োগ কমেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর হালনাগাদ হিসাব থেকে জানা গেছে। তবে কয়েকদিন ধরে বাজারে যে গতি লক্ষ্য করা যাচ্ছে তা অব্যাহত থাকলে ভবিষ্যতে সব ধরনের বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যমতে, বাজারে ৩০ টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ২৭ টি ব্যাংকের তথ্য হালনাগাদ করেছে ডিএসই। এর মধ্যে ১৩ টি ব্যাংক থেকে হাতে থাকা শেয়ার কিছু ছেড়ে দিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এতে আলোচ্য ব্যাংকগুলোর ধারনকৃত শেয়ার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। তবে ৯ টি ব্যাংকে বিনিয়োগ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তবে ৫ টি ব্যাংকের বিনিয়োগ অপরিবর্তিত রেখেছে তারা।

যেসব ব্যাংক থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ কমিয়েছে সেগুলো হচ্ছে- আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), উত্তরা ব্যাংক লিমিটেড।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ মন্দার কারণে বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর তলানিতে নেমে গিয়েছিল। এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে যখন টানা দরপতন অব্যাহত ছিল তখন সব ধরনের বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়ে। ওই সময় বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেছে। সেই মুহুর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তাদের হাতে থাকা কিছু শেয়ার ছেড়ে দিয়েছে। এদিকে, গত সপ্তাহে দেশের প্রত্যেক ব্যাংককে দু’শত কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে বলে নীতি সহায়তার বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে বাজারে লেনদেন ও সূচক বাড়ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সব ধরনের বিনিয়োগ বাড়বে। এর মাধ্যমে বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ করার জন্য বলেছে। এর মাধ্যমে বাজারে বিনিয়োগ বাড়বে, বাজার গতিশীল হবে। ভবিষ্যতে বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করছি।

যেসব ব্যাংকে জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হচ্ছে- এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। এছাড়া যেসব ব্যাংকে বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে সেগুলো হচ্ছে- আইসিবি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং আইএফআসি ব্যাংক লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০১ বার পড়া হয়েছে ।
Tagged