প্রকৌশল খাত

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লেও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কমেছে

সময়: মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯ ৩:৪৯:১৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত জুনে হিসাব বছর শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশের মৌসুম চলছে। আর এ মুহূর্তে প্রকৌশল খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়ালেও সাধারণ বিনিয়োগকারীরা তাদের শেয়ার ধারণের পরিমাণ কমিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৯টি। এর মধ্যে জুলাই মাসে সাধারণ বিনিয়োগকারীরা ২০ কোম্পানির শেয়ার ধারণের পরিমাণ কমিয়েছে। বিপরীতে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। এ সময় সাধারণ বিনিয়োগকারী ১৪টি প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগ বাড়িয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ।

যেসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কমেছে, সেগুলো হচ্ছে- আফতাব অটোস, আজিজ পাইপ, বিবিএস, বিবিএস ক্যাবলস, বিডি ল্যাম্পস, বিডি থাই, বিডি ওয়েল্ডিং, বিএসআরএম লিমিটেড, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, মুন্নু জুট স্টাফলার্স, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউব, অলিম্পিক এক্সেসোরিজ, কাসেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি, এস আলম কোল্ড রোল্ড, সিঙ্গার বিডি। এসব কোম্পানির অধিকাংশের শেয়ার ধারণ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
সংশ্লিষ্টরা বলছেন, গত জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর লভ্যাংশের মৌসুম চলছে। আর এ অবস্থায় অতীতে ভালো লভ্যাংশ দিয়েছে এমন কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়ছে। আর যেসব প্রতিষ্ঠান অতীতে বিনিয়োগকারীদের আশানুুরূপ লভ্যাংশ দেয়নি, সেসব কোম্পানি থেকে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ কমিয়ে দিয়েছে।
এ সম্পর্কে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’- কে বলেন, ‘লভ্যাংশের মৌসুম চলছে। অতীতে যেসব কোম্পানি ভালো লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীরা সেগুলোর দিকে ঝুঁকছে। প্রকৌশল খাতে কিছু ভালো মৌলভিত্তির কোম্পানি আছে। সেগুলোতে বিনিয়োগে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। তারা সেগুলোতে বিনিয়োগ করছে।’
এদিকে বিএসইসি’র নির্দেশনা অনুযায়ী প্রকৌশল খাতের অধিকাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করছে। তবে এ খাতের ৮টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩০ শতাংশের নিচে রয়েছে। যেসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশের নিচে শেয়ার আছে সেগুলো হচ্ছে- আফতাব অটোস, অ্যাপোলো ইস্পাত, বিডি থাই, ইস্টার্ন ক্যাবলস, কে অ্যান্ড কিউ, ন্যাশনাল টিউবস, অলিম্পিক এক্সেসরিজ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪১ বার পড়া হয়েছে ।