সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে আরো অবনতি সূচক ও লেনদেন

সময়: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ৯:৩২:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) সূচক ও লেনদেনে আরো অবনতি হয়েছে। ধারাবাহিক দরপতনের কারণে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ও মূলধন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৪.৭২ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৮.০৪ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৬.০৯ পয়েন্ট বা ২.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৯৯.৮০ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪২.৭৬ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫১.৫৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬৯টি, কমেছে ৩০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ কোটি ২৮ লাখ ৬ হাজার ৭৬৫টি শেয়ার ৭ লাখ ৬৯ হাজার ২১৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৫৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা বা ৩১.০৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৯ হাজার ১৯২ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৪৩২ টাকা বা ৬.৫৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬০.৪১ পয়েন্ট বা ২.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০.৩৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৭৩.৯৪ পয়েন্ট বা ২.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২৬১.৮৯ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৩২.৮২ পয়েন্ট বা ৩২.৮২ শতাংশ এবং সিএসআই সূচক ২৪.৭৫ পয়েন্ট বা ২.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২০৯.৯৮ পয়েন্টে এবং এক হাজার ১০৮.৫০ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২২৮.১৭ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১১.৯৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬৩টি, কমেছে ২৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৯৩৯ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৯৯৪ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৬ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৫৫ টাকা বা ৭.৭৪ শতাংশ বেড়েছে।

 

 

Share
নিউজটি ৩০ বার পড়া হয়েছে ।
Tagged