সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

সময়: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ১:৪৬:০৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাজুড়ে সব ধরনের সূচক লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৭৪ দশমিক ৬ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ২০৮ দশমিক ৫৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৬২ দশমিক ৯০ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০১টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৩৮টি কোম্পানির। লেনদন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার।

গেল সপ্তায় ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ টাকা বা ১০৩ দশমিক ৩০ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ৬৭ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ টাকায়। ঈদের আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৬৩ হাজার ৮৮৮ কোটি ৯৭ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৬৮ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৬১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৬৬ দশমিক ৮৯ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ১৪ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৩৩ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫৮ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩১৫ দশমিক ৯৫ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৭ দশমিক ৪৯ পয়েন্টে, ১১ হাজার ৬৪ দশমিক ৬০ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স সূচক দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭০৯ দশমিক ৭৮ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ। এই স্টকে মূলধন পরিমাণ বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পরিমান বেড়েছে। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

তালিকাভুক্ত ২৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে ১২৭টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান তিনগুন বেশি হয়েছে।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৬ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০ কোটি ১৭ লাখ টাকা বা ৪৫ দশমিক ২৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৫৫১ কোটি ৯১ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫৫৪ কোটি ১১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকা।

 

Share
নিউজটি ১২৩ বার পড়া হয়েছে ।
Tagged