বিদায়ী সপ্তাহে ৬ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৭:১৪:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ৬ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- রূপালী লাইফ, মেঘনা লাইফ, সি অ্যান্ড এ টেক্সটাইল, আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড, আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ড ও আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

সি অ্যান্ড এ টেক্সটাইল: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য দশমিক ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা।

আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৫ টাকা ০৭ পয়সা।
আগামী ৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।

আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড সর্বশেষ বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিট প্রতি ১০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর আগে গত ২৪ জানুয়ারি এই ফান্ডে ৬ টাকা অন্তর্র্বতী ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে ফান্ডটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ইউনিট প্রতি ১৬ টাকা।

আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ডে ইউনিট প্রতি ডিভিডেন্ড দেওয়া হবে ৫০ পয়সা।

আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রতি ইউনিটে ডিভিডেন্ড দেওয়া হবে ৪০ পয়সা।

Share
নিউজটি ৮৮ বার পড়া হয়েছে ।
Tagged