সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচক পতনে লেনদেন কমেছে

সময়: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৭:৩২:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুলাই) সূচকের পতনে লেনদেন কমেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইএক্স ২৬ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৯ দশমিক ৫১ পয়েন্টে।
এছাড়া ডিএসই৩০ সূচক ৩৬ দশমিক ৯২ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৯ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৫৯ দশমিক ৮৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, দর কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ২০৩টি কোম্পানির।

লেনদন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন ২ দশমিক ৭০ গুন বেশি।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৪৭৮ কোটি ৭৩ লাখ টাকা বা ৩১ দশমিক ২৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৩১ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ৮ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ টাকায়।
এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে একশ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৭১৭ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

এছাড়া সিএসই৩০ সূচক দশমিক ৩৩ শতাংশ, সিএসই ৫০ সূচক দশমিক ৩৩ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ৩৫ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৪৯ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১৩ হাজার ৩৪৮ দশমিক ৬৩ পয়েন্টে, ১ হাজার ৩১২ দশমিক ৫৭ পয়েন্টে, ১১ হাজার ১৮৮ দশমিক ৫৫ পয়েন্টে, ১ হাজার ১৭৪ দশমিক ৭৯ পয়েন্টে এবং ২ হাজার ২৬৬ দশমিক ২৯ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে ২৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৩টির, দর কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৬টি কোম্পানির। কোম্পানিরগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন প্রায় দ্বিগুন হয়েছে।
গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮০ কোটি ১৩ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩০ কোটি ৭৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৩৪৪ কোটি ৭৪ লাখ টাকায়।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি ৩৬ লাখ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯৪ কোটি ৬২ লাখ টাকা।

 

Share
নিউজটি ৬৯ বার পড়া হয়েছে ।
Tagged