বিনিয়োগ কমেছে তালিকাভুক্ত ৭ জীবন বীমা কোম্পানির

সময়: মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ৯:২২:৩৪ পূর্বাহ্ণ


অনুপ সর্বজ্ঞ : গত বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ জীবন বীমা কোম্পানির বিনিয়োগ কমেছে। কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএ’র তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ৩ হাজার ৫০৮ কোটি ৬৩ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ৩ হাজার ৮৬৫ কোটি টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ৯ দশমিক ২২ শতাংশ কমেছে।
সর্বশেষ ২০১৮ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ২০১৭ সালে ২৫ ও ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় দেয় কোম্পানিটি।
২০১৮ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ২ হাজার ৪৫৮ কোটি টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ২ হাজার ৭৫৬ কোটি ৯২ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ কমেছে।
সর্বশেষ ২০১৮ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ২০১৭ সালে দেয় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ। ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি।
এ প্রসঙ্গে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, ‘শুধু আমাদের না, অধিকাংশ কোম্পানির বিনিয়োগই কমেছে। কারণ ব্যাংকের সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগ ভেঙে দাবি পরিশোধ করতে হচ্ছে।’ যদিও সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের পরিমাণ বেড়েছে বলে তিনি জানান।
২০১৮ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ কোটি ১১ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ২ হাজার ৮১ কোটি ১৩ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে।
সর্বশেষ ২০১৮ সালে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এ কোম্পানি। গত ১৫ জুলাই হোটেল পূর্বানীতে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ১৪২ কোটি ১৯ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ১৬৩ কোটি ৫৬ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে।
জানা যায়, সম্প্রতি কোম্পানিটির মালিকানায় পরিবর্তন এসেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে এ কোম্পানির ব্যবসাতেও।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ।
সর্বশেষ ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি এ কোম্পানি। ২০১২ সালে ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২০১৮ সালে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ২৭৮ কোটি ৮৭ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
সর্বশেষ ২০১২ সালে ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১১ সালেও ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
২০১৮ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ৮৪৫ কোটি ৫৪ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ৮৭৫ কোটি ৪৫ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ কমেছে।
সর্বশেষ ২০১৮ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস ও ২০১৫ সালে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছে এ কোম্পানির বিনিয়োগকারীরা।
২০১৮ সালে সানলাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগের পরিমাণ ১০৪ কোটি ৫৫ লাখ টাকা। যা এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ২১৯ কোটি ৭২ লাখ টাকা। এ অনুযায়ী ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ আগের বছরের তুলনায় ৫২ দশমিক ৪২ শতাংশ কমেছে।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্য্ া৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দিতে পারেনি সানলাইফ। ২০১৭ সালে দেয় ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি। ২০১৫ ও ২০১৬ সালে লভ্যাংশ দিতে ব্যর্থ হয় কোম্পানিটি। ২০১৩ সালে ৫ শতাংশ বোনাস ও ২০১৪ সালে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি।
উল্লেখ্য ২০১৮ সালে ৩২টি জীবন বীমা কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯০২ কোটি ৬৩ লাখ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৯৪৪ বার পড়া হয়েছে ।
Tagged