ব্লক মার্কেট

ব্লক মার্কেটে প্রায় ২৭ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, মার্চ ১, ২০২১ ১১:০১:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (০১ মার্চ) ১৯ কোম্পানির প্রায় ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- রেনেটা, বিকন ফার্মা, ইউনিলিভার, অগ্রণী ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, কেপিসিএল, ম্যারিকো, ন্যাশনাল পলিমার, সিঙ্গারবিডি,সোনারগাঁও টেক্সটাইল, এসএস স্টিল, স্ট্যাইল ক্রাফট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। কোম্পানিগুলোর ১৮ লাখ ৪১ হাজার ১৬টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার বিকন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিলিভারের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৩ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ৮১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১২ লাখ ৩৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ২৪ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ৫৯ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ টাকার, খুলনা পাওয়ারের ২৫ লাখ ২ হাজার টাকার, ম্যারিকোর ২ কোট ১০ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৮ লাখ ৪৬ হাজার টাকার, সিঙ্গারবিডির ১৯ লাখ ৪২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, স্টাইলক্রাফটের ১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৫ বার পড়া হয়েছে ।
Tagged