ব্লক মার্কেট

ব্লক মার্কেটে সাড়ে ২৯ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, আগস্ট ৫, ২০২০ ৩:৪৬:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ২৫ কোম্পানির সাড়ে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৯২ লাখ ২৫ হাজার ৯০৮টি শেয়ার ২০৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৯ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৩ লাখ ৬৬ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের।

এছাড়া উত্তরা ব্যাংকের ১০ লাখ ৫৮ হাজার টাকার, ইউনিক হোটেলের ২০ লাখ ৫৮ হাজার টাকার, সামিট পাওয়ারের ২ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২৬ লাখ ৯৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৫ লাখ ২২ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ১১ লাখ ৪৫ হাজার টাকার, সিঙ্গারের ১ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার, সী পার্লের ১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লাখ ৯৫ হাজার টাকার, কুইনসাউথের ১২ লাখ ৫০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫৮ লাখ ৪৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৯৮ লাখ ৪১ হাজার টাকার, আইএলএফএসএলের ১৩ লাখ ৫৮ হাজার টাকার, আইএফআইসির ২০ লাখ ২১ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৮ লাখ ৫৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ৭৫ হাজার টাকার, কপারটেকের ১৩ লাখ ৮৬ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৫৬ লাখ ৩৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকার এবং এসিআইয়ের ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged