ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১৪৪ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন

সময়: রবিবার, মে ২৩, ২০২১ ৫:২৫:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ মে) ব্লক মার্কেটে ৪৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- রেনাটা, সামিট পাওয়ার, লিন্ডে বিডি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আমান কটন ফাইবার্স, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রো কেমিক্যাল, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ জুট, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,সমতা লেদার কমপ্লেক্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এসব কোম্পানির ২ কোটি ২১ লাখ ৬৫ হাজার ৬৪৪টি শেয়ার ৭৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪৪ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৮ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে রেনাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬৫ লাখ টাকার সামিট পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ লিন্ডে বিডির ১৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আইডিএলসি’র ৯ কোটি ১৫ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকার, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার টাকার, আনআরবিসি ব্যাংকের ৩ কোটি ৮০ লাখ ৩৩ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৩ কোটি ৬৮ লাখ টাকার, আরডি ফুডের ১ কোটি ১৬ লাখ টাকার, জেনিক্স ইনফোসিসের ১ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র ৯৮ লাখ ২৮ হাজার টাকার, বীকন ফার্মার ৮০ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫৩ লাখ ৪৩ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৫০ লাখ ২০ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ৩৮ লাখ ৩৪ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩৩ লাখ ৭৬ হাজার টাকার, রবি আজিয়াটার ৩১ লাখ ৬৪ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৩১ লাখ ৬০ হাজার টাকার, ঢাকা ডায়িংয়ের ৩১ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ২৮ লাখ ৩ হাজার টাকার, বিএসআরএম লিমিটেড ২০ লাখ টাকার, ঢাকা ইন্সুরেন্সের ১৮ লাখ ৮৪ হাজার টাকার, রূপালী লাইফের ১৭ লাখ ৯৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইনান্স ১৬ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৫ লাখ ৮৩ হাজার টাকার, কর্ণফুলি ইন্সুরেন্সের ১৪ লাখ ৯৬ হাজার টাকার, স্টানডার্ড ইন্সুরেন্সের ১৪ লাখ টাকার, লুবরেফের ১৩ লাখ ৯২ হাজার টাকার, প্রগতি লাইফের ১২ লাখ ৩৭ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ১১ লাখ ৯৩ হাজার টাকার, লিগ্যাসি ফুটের ১০ লাখ ৬৮ হাজার টাকার, সিভিও পেট্রোক্যামিক্যাল ১০ লাখ ৩৫ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ১১ হাজার টাকার, আমান কটনের ৯ লাখ ৭৩ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৮ লাখ ২০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৬ লাখ ৩ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৯৬ হাজার টাকার, ই-জেনারেশনের ৫ লাখ ৬৬ হাজার টাকার, সান লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, বিডি থাইয়ের ৫ লাখ ৪ হাজার টাকার, প্রগ্রেসিফ লাইলের ৫ লাখ ৩ হাজার টাকার, সমতা লেদার ৫ লাখ ১ হাজার টাকার, নর্দার্ন জুটের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৪৫১ বার পড়া হয়েছে ।
Tagged