ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১৯১ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, মে ২০, ২০২১ ৪:১৭:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ১৯১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- রেনাটা, সামিট পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মীর আখতার হোসেন, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন জুট, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনউক যজ্ঞেশ্বর, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এসপিসিএল, ইউপিজিডিসিএল ও উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর ২ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৪৪৮টি শেয়ার ৮৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে। নডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনাটা ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯০ লাখ টাকার। এরপর রয়েছে সামিট পাওয়ারের ২৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে আজ লিন্ডে বিডির ১৩ কোটি ১০ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১২ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকার, আইড্এলসির ৯ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ৯ কোটি ৩৪ লাখ ৬ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৯ কোটি ২০ লাখ ১১ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ কোটি ২ লাখ ১ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৩ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ২ কোটি ৯০ লাখ টাকার, ব্র্যাংক ব্যাংকের ২ কোটি ৩৭ লাখ টাকার, প্রগ্রেসিফ লাইফের ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ১ কোটি ৪৬ লাখ ৩২ হাজার টাকার, এসএস স্টিলের ৮২ লাখ টাকার, ক্রীস্টাল ইন্সুরেন্সের ৬০ লাখ ৪৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিস ৫৯ লাখ ৫৭ হাজার টাকার, রেনউইক যজ্ঞেষর ৪৩ লাখ ২০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মা ৪০ লাখ ৫ হাজার টাকার, ইস্টার্ণ ব্যাংকের ৩৩ লাখ টাকার, রবি আজিয়াটা ২৯ লাখ ২২ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৪ লাখ ৯৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ২৪ লাখ ২৩ হাজার টাকার, ফিনিক্স ফাইনান্স-১ম মিউচুয়াল ফান্ড ১৭ লাখ ৮০ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ১৫ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৩ লাখ ৭৯ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১২ লাখ ৭৪ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ২৭ হাজার টাকার, নাহী এলুমিনিয়ামের ৮ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮ লাখ ২০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৪০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৮৪ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ৭৭ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৩৪ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৫ লাখ ৩২ হাজার টাকার, ফিনিক্স ইন্সুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকার, রূপালী লাইফের ৫ লাখ ৩ হাজার টাকার, নর্দার্ন জুটের ৫ লাখ টাকার, পপুলার লাইফের ৫ লাখ টাকার এবং প্রগতি লাইফের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৭ বার পড়া হয়েছে ।
Tagged