ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির লেনদেন

সময়: বুধবার, এপ্রিল ২০, ২০২২ ৩:২৬:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫ হাজার ৪১৬টি শেয়ার ৬৭বার হাত বদলের মাধ্যমে ২২ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির ৩ কোটি ৩২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ২ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ফার্মার ২ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, অগ্নি সিস্টেমসের ৪২ লাখ ৮৬ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৯ লাখ ১২ হাজার টাকা, বিডিকম অনলাইনের ৯ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৯ লাখ ১৪ হাজার টাকা, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২৬ লাখ ২৩ হাজার টাকা, ইস্টার্ন ক্যাবলসের ১৫ লাখ ৯৭ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ২১ লাখ ১৪ হাজার টাকা, গ্রামীনফোনের ৬৪ লাখ ২০ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ৩৪ লাখ ৮৮ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ৯৯ লাখ ২ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ৩৮ লাখ টাকা, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৩৩ হাজার টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশের ১০ লাখ ৪২ হাজার টাকা, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৫ লাখ ৪৩
হাজার টাকা, ম্যারিকোর ৬৯ লাখ ৬০ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৪৫ লাখ ৩১ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ৪৫ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৪ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮৮ হাজার টাকা, সাফকো স্পিনিংয়ের ৩১ লাখ ৩৭ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ১ কোটি ৫৯ লাখ ৮ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার টাকা, সী পার্লের ৫ লাখ ১৬ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৩ লাখ ৮৫ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৭ হাজার টাকা, ইউনিয়ন ব্যাংকের ১২ লাখ ৫০ হাজার টাকা, ইউনিক হোটেলের ৫ লাখ ৬২ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৬০ বার পড়া হয়েছে ।
Tagged