ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার বেশি লেনদেন

সময়: রবিবার, জানুয়ারি ১৬, ২০২২ ৭:২৯:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ৩৯ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- পেনিনসুলার ২ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার টাকার, আএকে সিরামিকের ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৬০ লাখ ৩৭ হাজার টাকার, লিন্ডে বিডির ৫০ লাখ ৪৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪৯ লাখ টাকার, কর্ণফুলীর ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ৭০ হাজার টাকার, আইসিবির ৪১ লাখ ৯৯ হাজার টাকার, ফার্মাএইডের ৪১ লাখ ২৮ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৩৫ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ৩৩ লাখ ৮৪ হাজার টাকার, আরডি ফুডের ৩০ লাখ ৬৯ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪ লাখ ৯৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২১ লাখ ৯২ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২১ লাখ ৬ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ১৬ লাখ ৩৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৩ লাখ ২৫ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১১ লাখ ৬০ হাজার টাকার, প্রাইম লাইফের ১০ লাখ ৭৪ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৮ লাখ ৮৫ হাজার টাকার, আমরা টেকের ৭ লাখ ৬৬ হাজার টাকার, ডাচবাংলা ব্যাংকের ৭ লাখ ৩৬ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৭ লাখ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৭ লাখ ৭ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের ৫ লাখ ৯৭ হাজার টাকার, এপেক্স ফুডের ৫ লাখ ৩২ হাজার টাকার এবং পদ্মা লাইফের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫৫ বার পড়া হয়েছে ।
Tagged