ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪০ কোম্পানির লেনদেন

সময়: বুধবার, এপ্রিল ২৭, ২০২২ ৩:৩৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেন অংশ নিয়েছে। ‌এসব কোম্পানির ১৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ২ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৩৮৩টি শেয়ার ৮৮বার হাত বদলের মাধ্যমে ১৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে জিপিএইচ ইস্পাতের। কোম্পানিটির ৫২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ সোনালী পেপারের ২৮ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংকের ২৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আইপিডিসি ফাইন্যান্সের ১২ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার টাকা, উত্তরা ব্যাংক ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা, সিঙ্গার বিডির ১ কোটি ৭৫ লাখ টাকা, বেক্সিমকোর ১ কোটি ২৪ লাখ ৭২ হাজার টাকা, গ্রামীণফোনের ১ কোটি ১২ লাখ ৭২ হাজার টাকা, ফরচুন সুজের ৮১ লাখ ২৪ হাজার টাকা, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৬৯ লাখ ৮১ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৫৬ লাখ ৪ হাজার টাকা, রিপাবলিক ইন্সুরেন্সের ৫০ লাখ ৬০ হাজার টাকা, ভিএফএস থ্রেডের ৪৫ লাখ ৪৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৫ লাখ ১৬ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৩৯ লাখ ৯৯ হাজার টাকা, ইন্ডেক্স এগ্রোর ৩০ লাখ ৬০ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৫৯ হাজার টাকা, সী পার্লের ২৪ লাখ ৫০ হাজার টাকা, আরডি ফুডের ২৩ লাখ ৯৩ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ২১ লাখ ৩৯ হাজার টাকা, জেএমআই হসপিটালের ১৩ লাখ ৫৫ হাজার টাকা,
পিপলস ইন্স্যুরেন্সের ১২ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১০ লাখ ৯২ হাজার টাকা, পদ্মা লাইফের ১০ লাখ ৬০ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১০ লাখ ৫ হাজার টাকা, জাহিন স্পিনিংয়ের ৯ লাখ ৮৬ হাজার টাকা, সিটি ব্যাংকের ৯ লাখ ৪৭ হাজার টাকা, রহিমা ফুডের ৮ লাখ ৭৪ হাজার টাকা, ইস্টার্ন ক্যাবলসের ৮ লাখ ১১ হাজার টাকা, আনলিমাইয়ার্ন ডাইংয়ের ৭ লাখ ৩০ হাজার টাকা, ইমাম বাটনের ৭ লাখ ২ হাজার টাকা, এডভেন্ট ফার্মার ৬ লাখ ৯৪ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকা, বিকন ফার্মার ৫ লাখ ৭৬ হাজার টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টের ৫ লাখ ৪১ হাজার টাকা, ইউনিক হোটেলের ৫ লাখ ৩৪ হাজার টাকা, ইন্ট্রাকোর ৫ লাখ ৩৩ হাজার টাকা এবং রংপুর ফাউন্ড্রির ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৮৪ বার পড়া হয়েছে ।
Tagged