ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বুধবার, অক্টোবর ১২, ২০২২ ৬:৪২:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ লেনদেনে অংশ নিয়েছে ৫০ কোম্পানি। এদিন এই ৫০ কোম্পানির ৬১ লাখ ৭১ হাজার ২৩০টি শেয়ার ১০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৭ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে ফরজুন সুজের।

এছাড়া, ইন্ট্রাকো সিএনজির ২ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকার, মেট্রো স্পিনিং এর ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ২৪ লাখ ৭৮ হাজার টাকার, সোনালী পেপারের ২ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৯৮ লাখ ৫০ টাকার, হোটেলের সী-পারল হোটেলের ১ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকার, বেক্সিমকো সুকুক বন্ডের ১ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার, ম্যারিকো লিমিটেডের ৯৭ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৯৬ লাখ ৩২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৭০ লাখ ৫৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৬ লাখ ৬৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৫ লাখ ১১ হাজার টাকা ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫৪ লাখ ৪৫ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫৩ লাখ টাকার, গ্লোবাল ইন্সুরেন্সের ৪৫ লাখ ৭৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৪৪ লাখ ১১ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৪ লাখ টাকার, সি এন্ড এ টেক্সটাইলের ৩০ লাখ ৬০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের এর ২৯ লাখ ১৫ হাজার টাকার, লিন্ডি বিডি র ২৭ লাখ ৯৮ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৬০ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্সুরেন্স এর ২৬ লাখ ৭০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২৬ লাখ ১০ হাজার টাকা ইসলামী ফাইনান্সের ২৪ লাখ ৮০ হাজার টাকা বিডিকম অনলাইন এর ২০ লাখ ১৬ হাজার টাকার, সালভো কেমিক্যাল এর ১৬ লাখ ৭০ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ১৪ লাখ ৫২ হাজার টাকার, কেয়া কসমেটিক্স এর ১৪ লাখ ১৫ হাজার টাকা জেমিনি সী ফুডের ১৩ লাখ ৬৫ হাজার টাকা সোনালী আঁশের ১২ লাখ ১ হাজার টাকার, একটিভ ফাইন কেমিক্যাল এর ১০ লাখ ১৩ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৮ লাখ ৫২ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৮ লাখ ২৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ চুয়াত্তর হাজার টাকার, জেনেক্স ইনফোসিস এর ৭ লাখ ৭৩ হাজার টাকার, ইউনিক হোটেলের ৭ লাখ টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিং এর ৬ লাখ ৬৫ হাজার টাকা শাহজিবাজার পাওয়ার এর ৬ লাখ ৩০ হাজার টাকার, লিগেসি ফুটওয়্যারের ৫ লাখ ৮৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ লাখ ৮৫ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬১ হাজার টাকা ফারইস্ট লাইফ ইসলামী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৫ হাজার টাকার, এম এল ডাইং এর ৫ লাখ ৩৩ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ১৮ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৫ লাখ ১৩ টাকার, মেঘনা ইন্সুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৫১ বার পড়া হয়েছে ।
Tagged