ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বুধবার, আগস্ট ১৭, ২০২২ ৫:০৭:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজি, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আনলিমা ইয়ার্ন, অ্যাপেক্স ট্যানারি, বিডি ফিন্যান্স, বীচ হ্যাচারি, বেক্সিমকো, সি অ্যান্ড এ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেমিন সি ফুডস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিং শাইন, স্যালভো কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির ৬৯ লাখ ৭ হাজার ৬৫১টি শেয়ার ৯৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫০ কোটি ৬৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

দুই কোম্পানির মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ লাখ ৮৬ হাজার ৪১০টি শেয়ার। যার বাজার মূল্য ১৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২ লাখ ২২ হাজার শেয়ার। যার বাজার মূল্য ১১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা।

অন্য কোম্পানিগুরোর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের ৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৫০ লাখ টাকার, কেডিএস লিমিটেডের ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৫৮ লাখ ৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৭৪ লাখ ৪১ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৫৬ লাখ টাকার, এপেক্স ট্যানারির ৪৯ লাখ ৫৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৮ লাখ ৮০ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৩৬ লাখ ৩৫ হাজার টাকার, বিচ হ্যাচারির ৩৩ লাখ ৯৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৩০ লাখ ৩০ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ২৯ লাখ ৮৫ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২৫ লাখ ৮০ হাজার টাকার, পদ্মা অয়েলের ২১ লাখ ৬৩ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ১৯ লাখ টাকার, বিডি ফিন্যান্সের ১৮ লাখ ৪০ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ১৫ লাখ ৭৩ হাজার টাকার, আরডি ফুডের ১৫ লাখ ৭৩ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১৩ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ১১ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১০ লাখ ১৪ হাজার টাকার, আমরা টেকনোলজির ৯ লাখ ৯০ হাজার টাকার, আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ লাখ ১৬ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৫ লাখ ৮০ হাজার টাকার, আনলিমা ইয়ার্নের ৫ লাখ ১৬ হাজার টাকার, জেমিনি সী ফুডের ৫ লাখ ৮ হাজার টাকার, রিং সাইন টেক্সটাইলের ৫ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার।

 

Share
নিউজটি ২১১ বার পড়া হয়েছে ।
Tagged