ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২ ৪:২৭:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৭২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে ৫ কোম্পানির লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। এদিন ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো শুকুক বন্ড। বন্ডটির শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৮ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১১ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে এসবিএসি ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকার। পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১ কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকার, গ্রামীনফোনের ১ কোটি ৮ লাখ ৭৬ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৪ বার পড়া হয়েছে ।
Tagged