ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৪১:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৭ কোম্পানির মোট ৬৩ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, আইপিডিসি ফাইন্যান্স এবং বিডিকম অনলাইন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬২ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৮৭ লাখ ৯ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের ১৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার এবং বিডিকম অনলাইনের ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার, গ্রামীনফোনের ১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার, সি পার্ল হোটেলের ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৩৬ লাখ ১৩ হাজার এবং ঢাকা ইন্সুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৩৬ বার পড়া হয়েছে ।
Tagged