ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

সময়: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০ ৪:৪৪:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২৮ জুলাই) ৩২ কোম্পানির ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৪৯ লাখ ৬৯ হাজার ১৮৩৫ শেয়ার ১৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৪ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২০ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৮০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের।

এছাড়া ইয়াকিন পলিমারের ১৪ লাখ ৭১ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬৪ লাখ ৩৩ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ২৬ লাখ ৮৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৬ লাখ টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ২৩ লাখ ৯৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৮০ লাখ টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার, সিঙ্গারের ২ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার, সী পার্লের ৫৭ লাখ ৯০ হাজার টাকার, সায়হাম কটনের ৮৫ লাখ ১৩ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৫ লাখ ৮ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৯ লাখ ৭০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৬ লাখ ৪৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১০ লাখ ১১ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৯২ লাখ টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৫ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৩০ লাখ ২০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২১ লাখ ৮৫ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ৫ লাখ ৭৬ হাজার টাকার, ইন্ট্রাকোর ৫ লাখ টাকার, আইএফআইসির ২৫ লাখ ৪৭ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ওয়ানের ৫ লাখ ২০ হাজার টাকার, জিকিউ বলপেনের ১৩ লাখ ২৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৯৬ লাখ ৭৪ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার এবং বেক্সিমকোর ৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৮ বার পড়া হয়েছে ।
Tagged