ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, নভেম্বর ২২, ২০২১ ৮:৪৩:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ব্লক মার্কেটের লেনদেনে ৩৮টি প্রতিষ্ঠানের মোট ৬৭ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের। আজ ব্লক মার্কেটে এ ব্যামের মোট ১৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সোনালি পেপারের ১১ কোটি ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। ৭ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিনেক্স ইনফোসিস।

এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা, রেনাটার ২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা, লাফার্জাহোলসিম বাংলাদেশের ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড-১ এর ১ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা, বিবিএস কেবলসের ১ কোটি ৪৪ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা এবং নিউ লাইন ক্লথিংয়ের ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্সের ৯৪ লাখ ৭৪ হাজার টাকা, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯১ লাখ ৭৩ হাজার টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ৭৫ লাখ ৬৮ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৬৪ লাখ ৫০ হাজার টাকা, বারাকা পাওয়ারের ৬০ লাখ টাকা, আমান ফিডের ৫৭ লাখ ২০ হাজার টাকা এবং ইউনাইটেড ফাইন্যান্সের ৫৬ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে ওরিয়ন ফার্মার ৪৩ লাখ ৬৯ হাজার টাকা, দেশ গার্মেন্টসের ৩৮ লাখ ৬৪ হাজার টাকা, ফরচুন সুজের ৩৭ লাখ ৭ হাজার টাকা, ফার্স্ট সিউকিউরিটি ইসলামী ব্যাংকের ২৭ লাখ ৮৭ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৩১ হাজার টাকা এবং সেলভো কেমিক্যালসের ২৬ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অলিম্পিকের ১১ লাখ ৯০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ১১ লাখ ১৬ হাজার টাকা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ১০ লাখ ৪৫ হাজার টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ১০ লাখ ৪৩ হাজার টাকা ,এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৪২ হাজার টাকা, লুব-রেফ বাংলাদেশের ৮ লাখ ২০ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্সের ৮ লাখ টাকা, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৫১ লাখ টাকা, ঢাকা ডাইংয়ের ৫ লাখ ৩৩ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৮ হাজার টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ৫ লাখ ১৬ হাজার টাকা, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৫ লাখ ১৫ হাজার টাকা এবং বিডিকমের ৫ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ৩৩২ বার পড়া হয়েছে ।
Tagged