আসছে ৮৪ কোটি বোনাস শেয়ার

মন্দা বাজারে ঝুঁকি বাড়ার আশঙ্কা

সময়: রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯ ৯:৫৫:০০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে জুন মাসে হিসাব বছর শেষ হওয়া দু’শতাধিক কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে প্রায় ৭৫টি কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বাজারে আসছে এসব কোম্পানির ৮৪ কোটি বোনাস শেয়ার। এসব কোম্পানির শেয়ার বাজারে এলে তাদের দরপতন ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বাজার আরও বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে তারা মনে করছেন।
ব্যাংক-বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যসব কোম্পানি জুনে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে প্রায় ৭৫টি কোম্পানি বোনাস লভ্যাংশ দিয়েছে। এসব কোম্পানির শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৮৯ লাখ ১৪ হাজার। মন্দা পরিস্থিতিতে এসব শেয়ারবাজারে এলে চাহিদা আরও কমবে। এতে এসব শেয়ার অবমূল্যায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
যেসব কোম্পানির বোনাস শেয়ারবাজারে আসছে সেগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, বঙ্গজ, রিং সাইন টেক্সটাইল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল মিলস্্, মেঘনা সিমেন্ট মিলস্্, এসিআই, ন্যাশনাল টিউবস্্, শমরিতা হাসপাতাল, এমএল ডাইং, জাহিন স্পিনিং মিলস্্, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস্্, আমরা টেকনোলজিস, স্টাইলক্রাফট, আমরা নেটওয়ার্কস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, রেনাটা, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, কুইন সাউথ টেক্সটাইল মিলস্্, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লথিংস, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, কাট্টলি টেক্সটাইল, শাশা ডেনিমস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এসএস স্টিল, ফরচুন সু’জ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, ওয়াইমেক্স ইলেক্টোড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইয়াকিন পলিমার, দেশ গার্মেন্টস, ন্যাশনাল ফিড মিলস্্, বিডি কম অনলাইন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সামিট অ্যালায়েন্স পোর্ট, ভিএফএস থ্রেড ডাইং, এডভেন্ট ফার্মা, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, সিলকো ফার্মাসিউটিক্যালস্্, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্্, কনফিডেন্স সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, প্যাসিফিক ডেনিমস, নাহি অ্যালুমিনিয়াম, কোহিনুর কেমিক্যালস্্ কোম্পানি (বিডি), শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস্্, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, মুন্নু জুট স্টাফলার্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্্, ওয়াটা কেমিক্যালস, আইটি কনসালটেন্ট জেনেক্স ইনফোসিস, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মাসিউটিক্যালস্্, রহিম টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইভিন্স টেক্সটাইল, আরগন ডেনিমস, রানার অটোমোবাইলস্্, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল পলিমার, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড।
এ সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, বোনাস শেয়ার দেয়ার কারণে অধিকাংশ কোম্পানিগুলোর দর ঝুঁকির মধ্যে পড়ে। বর্তমানে বাজারে ভালো শেয়ারের চাহিদাই কম, এ অবস্থায় বিপুল পরিমাণ বোনাস শেয়ার বাজারে এলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয় না।
সংশ্লিষ্টরা বলছেন, বোনাস শেয়ার ঘোষণার ফলে ওই কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য কমে যায়। যার প্রভাব পড়ে ওই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানির শেয়ার দর অবমূল্যায়িত হয়। এছাড়া বর্তমান মন্দা বাজার পরিস্থিতিতে যে পরিমাণ বোনাস শেয়ার আসছে তাতে বাজার আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৬২০ বার পড়া হয়েছে ।
Tagged