সূচক কমলেও বেড়েছে লেনদেন

মাইলফলকে ডিএসইর প্রধান সূচক

সময়: বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১ ৫:৩২:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : মাইলফলকে ওঠে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। এদিন উভয় শেয়ারবাজারে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩০২.৮৫ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরুর পর থেকে আজই প্রথম সাত হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৯৬.৮৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৮৩.৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইতে আজ ৫০ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৬২৪টি শেয়ার ২ লাখ ৮৫ হাজার ৭৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৭২৩ টাকা ৪০ পয়সা। এদিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮৪ কোট ৯১ লাখ ৭৭ হাজার ১৪৮ টাকা ৯৪ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩২৩.১০ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইতে এদিন ২ কোটি ১৮ লাখ ৪০ হাজার ১৪৬টি শেয়ার ২২ হাজার ২৫৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯১ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার ৮৬৯ টাকা ৩০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৭৩২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।

শেয়ারবাজার২৪

 

Share
নিউজটি ২৪৮ বার পড়া হয়েছে ।
Tagged