যে কারণে উৎপাদনে যাচ্ছেনা এমারেল্ড অয়েল

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৬, ২০২১ ২:২৭:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও কোম্পানিটি সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। লকডাউনে দীর্ঘদিন অফিস বন্ধ থাকার কারণে সেপ্টেম্বরের শুরুতে উৎপাদন শুরু করতে পারছে না কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লকডাউনের কারণে অফিস বন্ধ থাকায় লাইসেন্স নবায়ন করতে পারেনি কোম্পানিটি। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় কোম্পানির শেয়ার লেনদেনে দেরি হয়েছে। এই সমস্যাগুলোর সমাধানের জন্য কোম্পানিটির আরও সময় প্রযোজন। এর ফলে কোম্পানিটি এখনও ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর অবস্থায় ফেরেনি। উল্লেখিত সমস্যাগুলো সমাধানের পর কোম্পানিটি উৎপাদনে যাওয়ার তারিখ নির্ধারণ করবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged