লভ্যাংশ না দেয়ার ঘোষণা ফাস ফাইন্যান্সের

সময়: শনিবার, নভেম্বর ২১, ২০২০ ১০:৪৯:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার (১৯নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিদায়ী বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ১২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি লোকসান ১৬ পয়সা। ২০১৯ সালে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। এর আগের বছর ছিলো ১২ টাকা ৫ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিনটাল প্লাটফমে সকার ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৭ বার পড়া হয়েছে ।
Tagged