দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

লুজার তালিকার শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড

সময়: রবিবার, মার্চ ৭, ২০২১ ৫:২৪:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার দর কমার বা টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা বা ৯.২৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২৪২ বারে ৭ লাখ ৫৪ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

বিআইএফসি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪ টাকা ২০ পয়সায় অপবির্তিত রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, শ্যামপুর সুগার, সাফকো স্পিনিং ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged