সূচক কমলেও বেড়েছে লেনদেন

লেনদেন বৃদ্ধিতেও মূলধন কমেছে

সময়: শুক্রবার, জানুয়ারি ২৬, ২০২৪ ১১:০৮:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি’২০২৪) দেশের শেয়ারবাজারে লেনদেন বৃদ্ধিতেও মূলধন কমেছে ৪.১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে দরপতনের মধ্যেও টাকার অংকে লেনদেন বেড়েছে। কিন্তু বাজার মূলধন কমেছে উল্লেখযোগ্য হারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০.৩৫পয়েন্ট বা ২.৮৫শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৬.৪১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৬.০১ পয়েন্ট বা ২.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৫২.২৯ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ১৫.১০ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৪.৬১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৪টি, কমেছে ৩০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৪ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৭০০টি শেয়ার ১২ লাখ ৫৫ হাজার ১১০বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ২১৪ কোটি ৯১ লাখ টাকা বা ৩৩.৪০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ লাখ ৫২ হাজার ৯১১ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭৮ লাখ ৬৫ হাজার ২১০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩২ হাজার ৯৩৮ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৭০১ টাকা বা ৪.১৮ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫৪.২৩ পয়েন্ট বা ৬.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫২.১২ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৩৭.৫৪ পয়েন্ট বা ৬.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫১০.০৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৬৩.৩১ পয়েন্ট বা ৪.৮২ শতাংশ এবং সিএসআই সূচক ৬৬.৯৪ পয়েন্ট বা ৫.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৫০.২২ পয়েন্টে এবং এক হাজার ১৩০.৫৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২৩০.৪৮ পয়েন্ট বা ১.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯২.৪৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ২৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৫২৮ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ২৭৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৯ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৫১ টাকা বা ৭৫.০০ শতাংশ বেড়েছে।

 

Share
নিউজটি ৭৮ বার পড়া হয়েছে ।
Tagged