শুরুতেই সূচকের বড় পতন

সময়: বুধবার, মার্চ ২, ২০২২ ১১:১১:১৬ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

বুধবার সপ্তাহের ৪র্থ কার্যদিবস লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনেও কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সকাল ১১টা ৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৫৬.৯১ পয়েন্ট কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৮.৭৫ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক ১৯.১৮ পয়েন্ট কমেছে। আর লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪১ টাকা।

ডিএসইতে লেনদেনের শুরুতে অংশ নেওয়া ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৯২টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৬৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

 

Share
নিউজটি ২৮৩ বার পড়া হয়েছে ।
Tagged