সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১ ৪:৫৩:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পতন কাটিয়ে উত্থানে ফিরেছে দেশের শেয়ার বাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মঙ্গলবার (২৬ অক্টোবর) সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট কমেছিল। আজ ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০.৪৮ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ০০৫.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৮৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.১০ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮২.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৬১.৬৪ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪০টির বা ৯০.৪২ শতাংশ, দর কমেছে ২২টির বা ৫.৮৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির বা ৩.৭৩ শতাংশ।

ডিএসইতে এদিন ৩১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ২১২টি শেয়ার এক লাখ ৯৫ হাজার ৬৪বার হাতবদল হয়, যার বাজার মূল্য এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকা ১০ পয়সা। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৫২ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৯২৪ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৩৩৩ টাকা ৭২ পয়সা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৭.৯৩ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৭.৭০ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। সিএসইতে এদিন এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ২৪৭টি শেয়ার ১৩ হাজার ৫৫১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫০৪ টাকা ৭০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৫ হাজার ৩০ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫৪ বার পড়া হয়েছে ।
Tagged