সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: রবিবার, আগস্ট ৯, ২০২০ ৩:১২:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পািন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) ১৪ কোটি ৭১ লাখ টাকার কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় কমেছিল ৭ কোটি ৪৪ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির কনসুলেটেড লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৮৭ কোটি ৬১ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক ৮২৯ কোটি ৮২ লাখ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) এক কোটি ৭৬ লাখ টাকার কনসুলেটেড প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ১০ কোটি ৫১ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির কনসুলেটেড লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৯ কোটি ৩৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৮১৯ কোটি ৩০ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১২ কোটি ৯৪ লখ টাকা। আগের বছর একই সময় ছিল ১৭ কোটি ৯৬ লাখ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৪ বার পড়া হয়েছে ।
Tagged