দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল ফান্ড

সময়: শনিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১২:১৫:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২০.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফান্ডটির ইউনিট দর দাঁড়ায় ১৭.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ৩.৪০ টাকা বা ১৬.৩৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ১৩.৭৯ শতাংশ, এমআই সিমেন্টের ১২.৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১১.৮৬ শতাংশ, সোনালী আঁশের ১১.৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১.৪৩ শতাংশ, সিটি ব্যাংকের ১০.৮৯ শতাংশ< ফার্স্ট ফাইন্যান্সের ১০.৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০.৭১ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ১০.৩৭ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫৪ বার পড়া হয়েছে ।
Tagged