সাপ্তাহিক দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

সময়: শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১:১৭:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ২১.৫৮ শতাংশ।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা বাংলাদেশ মনোস্পুলের শেয়ার দর কমেছে ১৭.০২ শতাংশ।

১৫.৬৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১৩.৬০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৩.৫৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.৯০ শতাংশ, বিকন ফার্মার ১২.৮২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২.৩১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৩.৬৪ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্সের ১১.৭৬ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ৩২ বার পড়া হয়েছে ।
Tagged