দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

সাপ্তাহিক লুজারে অর্ধেক মিউচ্যুয়াল ফান্ড

সময়: শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১ ৫:০৯:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে মিউচ্যুয়াল ফান্ড। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের। ফান্ডটির দর কমেছে ১৫.৮৯ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩৪ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৬ লাখ ২৭ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এন.এল আই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ইউনিটির সর্বোচ্চ দর কমেছে ১৩.০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৬৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.৩১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬২ লাখ ৪৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, আইসিবি ইম্পলোয়েজ প্রভিডেন্ট ফান্ড, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফিন্যান্স ও সাউথবাংলা এগ্রিাকারচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭৪ বার পড়া হয়েছে ।
Tagged