সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে সোনালী পেপার

সময়: শনিবার, জানুয়ারি ৮, ২০২২ ৫:০২:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০২ থেকে ০৬ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে সোনালী পেপার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫৭.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯৬.৬০ টাকা বা ২০.৫৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ১৪.২৪ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৯.২০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৮.৬৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮.১২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.৮২ শতাংশ, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ৬.৩৯ শতাংশ, বাটা সু’র ৬.২৫ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ৬.১২ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২১৩ বার পড়া হয়েছে ।
Tagged