ব্লক মার্কেট

ব্লক মার্কেটে প্রায় ১৪২ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৬, ২০২২ ৮:৫২:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক 🙂 দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ জানুয়ারি ব্লক মার্কেটে লেনদেনে ৪১ কোম্পানির মোট ১৪১ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। আজ ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ৯৬ কোটি ৬১ লক্ষ ৫৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন হয়েছে ১৫ কোটি ২ লক্ষ ২৭ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা লাইফের ৫ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ৫ কোটি ১৩ লাখ টাকার, ডেল্টা লাইফের ৪ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৫১ লাখ ৪৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকার, পেনিনসুলার ৯৭ লাখ ৮৯ হাজার টাকার, এসআইবিএলের ৭৫ লাখ ৯৫ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৬০ লাখ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫২ লাখ ৪৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪৪ লাখ ৯৮হাজার টাকার, আমান ফিডের ৪৩ লাখ ১০হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪২ লাখ ১০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪১ লাখ ৫৩ হাজার টাকার, রিপাবলিকের ৪০ লাখ ৬০ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৩৬ লাখ ২৫ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ২৬ লাখ ৯৮ হাজার টাকার, ফার্মা এইডের ২১ লাখ ৬৪ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ১৮ লাখ ৯০ হাজার টাকার, মারিকোর ১৮ লাখ ৪৫ হাজার টাকার, এপেক্স ফুটের ১৬ লাখ ৮৩ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৬৬ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১৩ লাখ ৫০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১২ লাখ ৭৬ হাজার টাকার, সী-পার্লের ১০ লাখ ৬৩ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ১০ লাখ ৫০ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১০ লাখ ২৬ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৯ লাখ ৭৪ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৯ লাখ ৪ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৮ লাখ ৮৩ হাজার টাকার, সোনালী পেপারের ৭ লাখ ৮০ হাজার টাকার, আইসিবির ৬ লাখ ৩৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬ লাখ ৩৯ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৫ লাখ ৯৩ হাজার টাকার, গোল্ডেন সনের ৫ লাখ ৫৯ হাজার টাকার, ইনফরমেশন সার্ভিসেসের ৫ লাখ ৫২ হাজার টাকার, সোনালী লাইফের ৫ লাখ ১৮ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৩৩ বার পড়া হয়েছে ।
Tagged