সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময়: শনিবার, জানুয়ারি ৮, ২০২২ ৫:০৭:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২-৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.২৫ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ ১৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৪ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রিডের ২০৭ কোটি ৮১ লাখ ৪৯ হাজার টাকার,ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৯৫ কোটি ৬৮ লাখ ৪১ হাজার টাকার,জিএসপি ফাইন্যান্সের ১১৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকার,একটিভ ফাইনের ১১২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১১২ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১০৬ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০৪ কোটি ৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৩৫ বার পড়া হয়েছে ।
Tagged