সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সময়: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৫:২৪:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ০১ ফেব্রুয়ারি সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক উত্থান হলেও লেনদেন কমেছে। ডিএসইর লেনদেন বেড়ে ছয়শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৮ কোটি টাকায় ঘরে এসেছে। ডিএসইতে ৪০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ১২৬টির কমেছে। সিএসইতে ৩২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৫১টির কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২২৩ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ৩৬৯ দশমিক ৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টি এবং কমেছে ১২৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৪টির।

আজ ডিএসইতে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার।

অপরদিকে, সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৮ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টি, কমেছে ৫১টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০ দশমিক শূন্য ৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৭২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক শূন্য ১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৯ দশমিক ৯৫ পয়েন্টে, ১৩ হাজার ২৮৯ দশমিক ৪৬ পয়েন্টে, ১১ হাজার ১১৩ দশমিক ৮৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৫ দশমিক ৩৩ পয়েন্টে।

 

Share
নিউজটি ১৪৮ বার পড়া হয়েছে ।
Tagged