সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

সময়: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৬:১২:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ২১ মার্চ সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই সব সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অংকে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ছয়গুন বেশি হয়েছে।

অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান চারগুন বেশি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬.২২২ দশমিক ৯০ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২২০.৬১ পয়েন্টে এবং ১৩৫৫.৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টি, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।

আজ ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে।

আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। এদিন

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৭.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮২.৪২ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৫০ সূচক ২.০৮, সিএসই-৩০ সূচক ৪১.৬৬ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪.৮০ পয়েন্ট এবং সিএসআই ৩.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৩২৪.৩৭, ১৩৩৭৬.৯৫, ১১০২০.৪৬ এবং ১১৫৯.৫৫ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫০টি, কমেছে ১২টি এবং পরিবর্তন হয়নি ৯৫টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস সোমবার ৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Share
নিউজটি ১৪৪ বার পড়া হয়েছে ।
Tagged