সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের ঊর্ধ্বগতিতে শেয়ারবাজারে ইতিবাচক বার্তা

সময়: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ৩:১৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের শেষ কর্মদিবসের ধারাবাহিকতায় রোববার (০৪ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ার প্রবণতা লেনদেনের শুরু থেকেই দেখা যায় এবং দিনশেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। ফলে লেনদেন শেষে সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বাজারের এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের ধারণা, নির্বাচনের পর দেশের সামগ্রিক পরিস্থিতিসহ অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকাও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হচ্ছে।

তারা আরও জানান, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সম্ভাবনা তুলনামূলক বেশি। সে ক্ষেত্রে বিএনপি নির্বাচিত হলে তারেক জিয়া আগামী সরকারের প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু তিনি শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত, তাই বাজারকে ঘুরে দাঁড় করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন—এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে শেয়ারবাজার আবারও ২০১০ সালের ধসের আগের অবস্থায় ফিরে আসতে পারে বলে আশাবাদ তৈরি হয়েছে। এ কারণেই বিনিয়োগকারীরা পুনরায় লেনদেনে সক্রিয় হচ্ছেন, যার প্রভাব পড়ছে সূচক ও লেনদেনের পরিসংখ্যানে। তবে বর্তমান সময়ে দুর্বল কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে মৌলভিত্তিসম্পন্ন শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৫.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ০.৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬.৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৭.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৪টির শেয়ার দর বেড়েছে, ১৪৩টির দর কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে এদিন মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৫৩৭ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৬৮ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক দিনে লেনদেন বেড়েছে প্রায় ১৬৯ কোটি ২৬ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৬১টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৯.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে এই সূচক ৯৬.৬৩ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ১৬ বার পড়া হয়েছে ।
Tagged