সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও বেড়েছে লেনদেন

সময়: সোমবার, অক্টোবর ৪, ২০২১ ৫:১৬:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (০৪ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগে কোম্পানির শেয়ার দর। তব টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩২৭.৫৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩.৭৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬৫.২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

ডিএসইতে আজ ৫৭ কোটি ৮৯ লাখ ৪১ হাজার ৬৬৯টি শেয়ার ৩ লাখ ৩৯ হাজার ৭১৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা ৩০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৩১৫ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮২ হাজার ৫০ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৫৬ টাকা ৭৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৪.৩৭ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ৬৬টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। সিএসইতে এদিন ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৩৬৯টি শেয়ার ২৪ হাজার ৯৬০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৩২ কোটি ৪ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৭০ বার পড়া হয়েছে ।
Tagged