সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

সময়: সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৫:৩৬:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ নভেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত সকাল সাড়ে ১০টার পর থেকেই ক্রমান্বয়ে সূচক পরতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সব সূচকের পতনেও লেনদেন বেড়েছে টাকার অংকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৩৫ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৭.৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৩৯ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০.৮০ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০টির বা ৩.৪৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৩টির বা ২৫.২৬ শতাংশের এবং ২০৬টির বা ৭১.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৭৯ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৯.৪৪ পয়েন্টে। সিএসইতে আজ ১১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ০২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার।

Share
নিউজটি ১৫৬ বার পড়া হয়েছে ।
Tagged