সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের সাথে কমেছে লেনদেন

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৩:৩২:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারে সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৬ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে ৭ হাজার ৩৬.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.৮৭ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৯.২৫ পয়েন্টে। তবে এদিন শরিয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০.০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১২টির বা ২৯.৫৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২২১টির বা ৫৮.৩১ শতাংশের এবং ৪৬ বা ১২.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৩১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০ কোটি ৭০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ২৩ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ২৬৪টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৩১০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ ৫ হাজার ১২৫ টাকা ৮০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৪৫ হাজার ৮৬ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ১৭৬ টাকা ৯৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০২.৫২ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬০২.৬৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ৯৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ৩১৮ বার পড়া হয়েছে ।
Tagged