সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৬:০০:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ২৯ আগস্ট দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। আজ লেনদেনের শুরুতে সূচক ছিল ঊর্ধ্বমুখী যার স্থায়িত্ব ছিল সকাল ১০টা পর্যন্ত। সকাল ১০টা থেকেই একটানা সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা ২০মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। সূচক নিচের দিকে নামার সময় বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্ত সকাল ১০টা ২০ মিনিট থেকে আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠতে থাকে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসে। সূচকের তীর উপরের দিকে থেকেই লেনদেন শেষ হয়। দিনশেসে সূচক বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৭.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৯৩ পয়ন্ট বা ০.২১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৩.৩৪ পয়েন্টে এবং দুই হাজার ২৭৫.৩৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৬০ কোটি ২৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির বা ৩২.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮৮টির বা ৪৯.২১ শতাংশের এবং ৭১টির বা ১৮.৫৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫.৬১ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৯.০২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৮৮ বার পড়া হয়েছে ।
Tagged