স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে যাচ্ছে ফ্যামিলি টেক্স

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০১৯ ৮:৩৩:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড আজ থেকে স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ থেকে শুরু করে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করবে। আগামী ২৬ ডিসেম্বর বিনিয়োগকারী নির্বাচনের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ দিন কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। ২৯ ডিসেম্বর থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫৪ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৮৮টি। ২০১৮ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৭৪ বার পড়া হয়েছে ।
Tagged