২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, জানুয়ারি ১৯, ২০২২ ১২:৪৬:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আনলিমা ইয়ার্ন : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৮ পয়সা। গত বছর একই সময় যার শেয়ার আয় (ইপিএস) ছিল ৬ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে তথা গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ২৩ পয়সা। গত বছর একই সময় যার শেয়ার আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১০ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২১ পর্যন্ত যা ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।

মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৩ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৯৭ পয়সা, যা গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৩৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ১৩ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২০৯ বার পড়া হয়েছে ।
Tagged