২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

সময়: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৭:০৬:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো- শাইন টেক্সটাইল এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

জানা যায়, আগামী ০৩ এপ্রিল বেলা ২টায় উত্তরা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

২০২১ অর্থবছরে ব্যাংকটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টকসহ মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা। এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা।

এদিকে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৭১ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৬১ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের বছর র একই সময়ে ২ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সা।

এদিকে, আগামীকাল ২৮ মার্চ বেলা ২টায় রিং শাইন টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

Share
নিউজটি ১১৯ বার পড়া হয়েছে ।
Tagged